পাবনা

ঈশ্বরদীতে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ১

  সবুজ আলো ডেস্ক ৩০ মার্চ ২০২৪ , ১০:৩৯:৩৩

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়ের আলম মনা (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬ টায় ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কের ঈশ্বরদী গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের আলন মনা ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুরের মৃত সোনা মিয়ার ছেলে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬ টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে রুপপুর প্রকল্পের কাজে নিয়োজিত নিকিমথ কোম্পানির টয়োটা হ্যারিয়ার গাড়িটি দ্রুত গতিতে রাজশাহী থেকে ঈশ্বরদীতে আসার পথে উপজেলার গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক জুবায়ের আলম মনা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত মনাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূপপুর প্রকল্পের কাজে নিয়জিত নিকিমথ কোম্পানির প্রাইভেট কার ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।