• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসী আটক

      সবুজ আলো ডেস্ক 17 March 2024 , 8:34:18

    সংগৃহীত ছবি

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় শনিবার অপি পিন্টু নামে এক অভিযান চালিয়ে পেরাক রাজ্যের ইমিগ্রেশন বিভাগ ওই অভিবাসীদের আটক করে।

    পেরাক রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর, মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে জানিয়েছেন, পেরাক বার্চাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এতে ১৫৮ জনকে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় বসবাস এবং তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম হওয়ায় তাদের আটক করা হয়।

    আটকরা ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

    সূত্র: বারনামা