Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু
সবুজ আলো প্রতিবেদক
15 May 2023 , 1:00:36
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত গুতসান ভ্যালোরি (৬৯) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
গুতসান ভ্যালোরি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমথ’ এ ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। প্রকল্পের আবাসন গ্রিনসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্লাটে বসবাস করতেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।