Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
১৭ দিন পর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিক জীবিত উদ্ধার
সবুজ আলো ডেস্ক
28 November 2023 , 10:07:38
ছবি : সংগৃহীত
অবশেষে ভারতের উত্তরাখণ্ডে ধসে পড়া সুড়ঙ্গে প্রায় ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৩৮ মিনিটে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়। খবর এনডিটিভি।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, প্রতিটি শ্রমিককে বের করতে প্রায় ৫ থেকে ৭ মিনিট সময় লেগেছে।
উত্তোলন প্রক্রিয়াটি প্রতিটি শ্রমিককে পৃষ্ঠের অবস্থার সঙ্গে পুনরায় খাপ খাইয়ে নিতে সময় নিচ্ছিল। এখানে তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। উদ্ধার করা প্রথম তিনজন শ্রমিককে বিশেষভাবে পরিবর্তিত স্ট্রেচারে করে বের করে আনা হয়।
উদ্ধার হওয়া শ্রমিকদের নিকটস্থ অস্থায়ী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারের পর শ্রমিকদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি ৪১টি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল। যাতে প্রয়োজনে শ্রমিকদের হৃষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নিয়ে যাওয়া যায়।
এর আগে, গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ধস নামলে তাতে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এরপর থেকেই তাদের উদ্ধারের তোড়জোড় শুরু হয়।