• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    গুরুদাসপুরে অধ্যক্ষকে পাঠানো আমরুপালি’র বস্তায় বোমা!

      সবুজ আলো ডেস্ক 17 June 2023 , 9:42:51

    সংগৃহীত

    নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু সরকারি টেকনিক্যাল কলেজে প্লাস্টিকের বস্তার মধ্যে শক্তিশালী বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

    শনিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে র‌্যাব-৫ (রাজশাহী) এর ‘বোম ডিসপোজাল ইউনিট’ বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় কলেজ ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে আমি কলেজে আসি। দরজার সঙ্গে লাগোয়া কার্টনে বিশেষবার্তা লেখা থাকায় আমার সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর পাঠাই।’

    র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের প্রধান ল্যান্স কর্পোরাল লাবু খন্দকার গণমাধ্যমে জানান, প্লাস্টিকের বস্তার ভেতরে একটি  লাগেজে শক্তিশালী বোমা রয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সার্কিট ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান গণমাধ্যমে জানান, অধ্যক্ষের কার্যালয়ের সামনে কে বা কারা প্লাস্টিকের বস্তা রেখে যায়। তাতে প্রিন্সিপাল সাইদুল ইসলামের ঠিকানাসহ আমরুপালি আম আছে বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে এলে প্রেরকের নাম ঠিকানা বিহীন বস্তা দেখে তাদের সন্দেহ সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানায়। ঘটনাটি নিয়ে আতঙ্ক ও সন্দেহ সৃষ্টি হওয়ায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভীর বাড়ছে।

    বোম ডিসপোজাল ইউনিট টিমের সদস্য গণমাধ্যমে জানান. ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোম ডিসপোজাল ইউনিট। পরীক্ষায় সার্কিট সো করেছে। তাই এখানে বড় ধরনের কোনো বিস্ফোরক বস্তু থাকতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।