• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়

      সবুজ আলো ডেস্ক 19 November 2023 , 10:24:13

    চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতলো অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

    ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতের স্বপ্ন ভঙ্গ করে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুললো অস্ট্রেলিয়া। ভারতের বোলিং তোপে দলীয় ৪৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। করেন দুর্দান্ত সেঞ্চুরি। বলা যায় এক হেডের কাছেই হারলো স্বাগতিক ভারত।

    আজ রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ভারত। ব্যাট হাতে লোকেশ রাহুল ১০৭ বলে ৬৬ ও বিরাট কোহলি ৬৩ বলে ৫৪ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা খেলেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস।

    জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। এরপর ১৯২ রানের অতিমানবীয় জুটি গড়েন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। হেড ১৩৭ রান করে ফিরলেও লাবুশেন ৫৮ রানে অপরাজিত থেকে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় অজিরা। এতে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পেল প্যাট কামিন্সের দল।

    সংক্ষিপ্ত স্কোর:

    অস্ট্রেলিয়া : ৪৩ ওভারে ২৪১/৪ (লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*,  হেড ১৩৭, স্মিথ ৪, মার্শ ১৫, ওয়ার্নার ৭)

    ভারত : ৫০ ওভারে ২৪০/১০ (সিরাজ ৯*, কুলদীপ ১০, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)

    ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।

    একাদশে কারা :

    ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

    অস্ট্রেলিয়া একাদশ : ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।