সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ ম্যাচে আইরিশদের ২৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আর রোমাঞ্চে ভরা এই ম্যাচে শেষ পর্যন্ত ৪ রানের জয় পেয়েছে টাইগাররা।
ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়া ৩২০ রানের টার্গেট টপকে দারুণ জয় পায় বাংলাদেশ।
রোববার (১৪ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক তামিম ইকবালের অর্ধশতক ও বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সব কটি উইকেট হারিয়ে ৪৮ দশমিক ৫ ওভারে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসে শেষ ওভারের শেষ বলে গিয়ে ৪ রানের হার দেখেছে আইরিশরা।
তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড : ৫০ ওভারে ২৭০/৯ (ইয়াং ৩*, লিটল ১*;ম্যাকব্রাইন ৪, অ্যাডায়ার ২০ টাকার ৫০, ডকরেল ৩, ক্যাম্ফার ১, টেক্টর ৪৫, স্টার্লিং ৬০, বালবির্নি ৫৩, ডোহেনি ৪)
বাংলাদেশ : ৪৮.৫ ওভারে ২৭৪/১০ (হাসান মাহমুদ ১, মোস্তাফিজুর রহমান ০, মৃত্যুঞ্জয় চৌধুরী ৮, মেহেদী হাসান মিরাজ ৩৭, মুশফিকুর রহিম ৪৫, তামিম ইকবাল ৬৯, তাওহীদ হৃদয় ১৩, লিটন দাস ৩৫, নাজমুল হোসেন শান্ত ৩৫, রনি তালুকদার ৪)।
ফল: বাংলাদেশ জয়ী ৪ রানে।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-০ তে জয়ী বাংলাদেশ।
ম্যাচসেরা: মোস্তাফিজুর রহমান, ৪/৪৪।
সিরিজ সেরা: নাজমুল হোসেন শান্ত, ১৯৬ রান ও ১ উইকেট।