জাতীয়

‘আগুন সন্ত্রাস’ ঠেকাতে ডিএমপির ১০ নির্দেশনা

  সবুজ আলো ডেস্ক ১২ নভেম্বর ২০২৩ , ১০:২৩:৫৮

বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীতে একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ‘নাশকতা ঠেকাতে ও আগুন সন্ত্রাস রোধে’ ১০ নির্দেশনা ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পক্ষ থেকে এই নির্দেশনা গণমাধ্যমে জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনাগুলো হলো-

১. স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২. স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না।

৩. বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে।

৪. রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. চালক ও সহকারী একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না।

৬. ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

৭. সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না।

৮. রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে।

৯. বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিকপক্ষ থেকে চালক ও সহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে।

১০. এছাড়া যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, কেউ যদি কোনোভাবে নাশকতা করতে চায় অথবা জীবন এবং সম্পদ ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করা হবে।