পাবনা

আটঘরিয়ায় ওরিয়েন্টেশন সভায় কাঁদলেন বিদেশ ফেরত খালেক

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ২৩ এপ্রিল ২০২৪ , ১০:১১:৩৪

২০০৬ সালে ভাগ্য বদলের আশায় সুদুর কাতারে পারি জমান চল্লিশোর্ধ আব্দুল খালেক। সেখানে একটি কোম্পানির গাড়ি চালিয়ে বাংলাদেশী টাকায় বেতন পেতেন ১ লাখ ২০ হাজার টাকা।  রোজগারের পুরো টাকাই তিনি ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাতেন। এক বছর আগে দেশে ফিরে আসেন তিনি ——

আজ তিনি নি:স্ব। বর্তমানে তিনি ব্যাটারী চালিত অটোভ্যান চালিয়ে সংসার চালান। মা, বাবা ও ১১ বছর বয়সী ছেলে নিয়ে আটঘরিয়ায় এক ওরিয়েন্টেশন সভা কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

ওয়েব আর্নার্ন কল্যাণ বোর্ড কর্তৃক পরিচালিত Recovery And Advancement of Informal Sector Employment (RAISE) OF Returning Migrants এর কার্যক্রম অবহিতকরণ এবং “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরনে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল)  বিকাল তিনটায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (উপসচিব) পরিচালক ( আইআরপি) মো: গিয়াস উদ্দিন।

আটঘরিয়া উপজেলার নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম, ওয়েব ফেয়ার সেন্টার পাবনার সহকারী পরিচালক মো: আবু সাঈদ।

আটঘরিয়া উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার পাবনার আয়োজনে উক্ত ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।