• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

      আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : 2 April 2023 , 10:25:55

    প্রতীকী ছবি

    পাবনার আটঘরিয়ায় পানিতে ডুবে সাজেদুর রহমান নিল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

    রবিবার (২ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার চাঁদভা হাটপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু নিল সিঙ্গাপুর প্রবাসী চাঁদভা হাটপাড়া গ্রামের সজল হোসেন ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে নিল বাড়ির বাহিরে খেলা করছিল। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন।

    একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে তার মৃত দেহ ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।