পাবনা

আটঘরিয়ায় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্মার্ট এডুকেশন সিস্টেম কর্মশালা

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ২২ জুন ২০২৪ , ৯:১৫:১৩

পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্মার্ট এডুকেশন সিস্টেম এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ল্যাবরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ নাঈম রেজা। প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্যদেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।

উপস্থাপনা করেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।

কর্মশালায় উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারবৃন্দ অংশ নেয়।