পাবনা

আটঘরিয়া উপজেলাকে ভূমিহীন ঘোষণা করার লক্ষ্যে মতবিনিময় সভা 

  আফতাব হোসেন, আটঘরিয়া (পাবনা) ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫১:১৮

পাবনার আটঘরিয়া উপজেলায় “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার শতভাগ পূনর্বাসন ও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় বক্তব্য দেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম, একদন্ত ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, আটঘরিয়ায় সর্বমোট ৩০৫ জন ভূমিহীনের মধ্যে ৩ ধাপে ১৮৫ জন উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং চতুর্থ ধাপে ১২০ টি ঘর নির্মাণ চলমান রয়েছে।