Uncategorized

আয়ারল্যান্ডের পাহাড়সম টার্গেট, শান্তর সেঞ্চুরি ও হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের জয়

  নিউজ ডেস্ক 13 May 2023 , 5:19:29

শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আইরিশদের ৩২০ রানের পাহাড়সম টার্গেট নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ৩ উইকেটের জয় পেল টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল তামিম ইকবালের দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রান করে আউট হন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস করেন ২১ রান। খুব একটা সুবিধা করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। আউট হওয়ার আগে করেন ২৬ রান।

এদিকে চতুর্থ উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে নিয়ে আপনতালে খেলে যান নাজমুল হোসেন শান্ত। এ সময় দুজন মিলে তুলেন ১৩১ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় টাইগাররা। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আউট হন ১১৭ রানে। মাত্র ৯৩ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এদিকে ফিফটি পূরণের পর ৬৮ রানে থেমেছেন তাওহীদ হৃদয়। ৫৮ বলে খেলা তার ইনিংসটি পাঁচটি চারও তিনটি ছয়ে সাজানো। এদিকে ব্যাট হাতে মিরাজ ১৯ ও তাইজুল ৯ রান করেন। এদিকে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মুশফিক। তিনি অপরাজিত থাকনে ৩৬ রানে। আর ৪ রানে মাঠ ছাড়েন শরিফুল।

এর আগে চেমসফোর্ডে বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হতে প্রায় দেড় ঘণ্টার মতো দেরি হয়। এরপর বৃষ্টি কমলে ৪৫ ওভারে খেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত আসে। আর খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় সোয়া দুই ঘণ্টা পরে।

ম্যাচের শুরুতে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা প্রথম ওভারেই ব্যক্তিগত শূন্যরানে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। আরেক ওপেনার স্টেফেন ডোহেনি করেন ১২ রান।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলনেতা অ্যান্ডি বালবির্নিকে নিয়ে সামলে নেন হ্যারি টেক্টর। এ সময় দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। ফিফটির পথে ছিলেন বালবির্নি। কিন্তু শরিফুলের বলে ব্যক্তিগত ৪২ রানে ফিরেছেন তিনি। এছাড়া ১৬ রানে টাকার ও ৮ রানে ক্যাম্ফের আউট হন।

এদিকে ষষ্ঠ উইকেট জুটিতে এবার জর্জ ডকরেলকে নিয়ে বাংলাদেশি বোলারদের শাসন করে যান টেক্টর। দুজন মিলে মাত্র ৬৮ বলে গড়েন ১১৫ রানের জুটি। তাতেই বিশাল সংগ্রহ পেয়ে যায় আইরিশরা। ব্যক্তিগত শতক তুলে নেন টেক্টর। আউট হন ১৪০ রানে। মাত্র ১১৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও দশটি ছয়ে সাজানো।

এদিকে অর্ধশতক পূরণের পর ৭৪ রানে অপরাজিত থাকেন জর্জ ডকরেল। মাত্র ৩৭ বলে খেলা তার ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। আর ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন মার্ক আডায়ার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।