• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ইরানের ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

      সবুজ আলো ডেস্ক 18 June 2024 , 10:09:33

    0Shares
    প্রতীকী ছবি

    ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের কাশমার শহরে ৫.০ মাত্রার ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন।

    মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি ছিল রাজাভি খোরাসান প্রদেশ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মোঘানে এবং ছয় কিলোমিটার গভীরে।

    কাশমারের গভর্নর হোজ্জাতুল্লাহ শরীয়তমাদারি বলেছেন যে মঙ্গলবারের ভূমিকম্পে শহরে ১২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    প্রসঙ্গত, ফল্ট লাইনে অবস্থিত হওয়ার কারণে ইরানে প্রতি বছর গড়ে ১০ হাজার ভূমিকম্প অনুভূত হয়।

    জাতিসংঘের মতে, দেশটি এখনও ২০০৩ সালের ট্র্যাজেডিতে ভুগছে, যখন একটি ৬.৬ মাত্রার ভূমিকম্প ঐতিহাসিক শহর বামকে ধ্বংস করে দিয়েছিল এবং প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছিল।

    গত বছরের নভেম্বরে ইরাকি সীমান্তের কাছে একটি শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৫৩০ জনের বেশি প্রাণহানি এবং কয়েক হাজার মানুষ আহত হয়।

    সূত্র: ইরান ইন্টারন্যাশনাল