• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ঈদের ছুটি শুরু

      সবুজ আলো ডেস্ক 19 April 2023 , 8:39:19

    ছবি : সংগৃহীত

    শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের টানা ছুটি। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে।

    বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদরের সরকারি ছুটি। সেই হিসেবে বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা। কিন্তু ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তাই ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল গতকাল মঙ্গলবার।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

    এ বছর রোজা ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল ঈদের ছুটি থাকবে। ২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

    যদি রমজান মাস ৩০ দিন হয় সেক্ষেত্রে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল। তখন ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও ছুটি থাকবে।