Uncategorized

ঈশ্বরদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জন আটক

  সবুজ আলো ডেস্ক 5 May 2024 , 10:01:14

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ১২ জন।

পাবনার ঈশ্বরদী উপজেলার বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে অবৈধ ভাবে এসকেভেটর (ভেকু) দিয়ে বালু কাটার দায়ে র‌্যাব অভিযান চালিয়ে ১টি এসকেভেটর ও ছোট বড় ৫ টি ড্রাম ট্রাক জব্দ করেছে। এ সময় আটক করা হয় ১২ জনকে।

র‌্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রয় করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিত্বে র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল শনিবার বিকেলে দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় একটি এসকেভেটর, ৩ টি বড় ও ২টি ছোট ড্রাম ট্রাক।

আটককৃতরা হলেন, জামিরুল ইসলাম (৪২), রুমন হোসেন (১৯), বাধন হোসেন (১৯), ইমন ইসলাম (১৯), ইমরান মালিথা (২৯), ফয়সাল হোসেন (৩২), শুভ (২৪), মোহন মোল্লা (২৯), সিয়াম হোসেন (১৯), মাসুম আলী (৩০), সাগর (১৯) ও রজমান প্রাং (২০)। গ্রেপ্তারকৃতদের বাড়ি ঈশ্বরদী, আটঘরিয়া ও পাবনা সদরে।

র‌্যাবের দাবী, আটককৃতরা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পদ্মার শাখা নদী হতে বালু উত্তোলন পূর্বক ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ১৫ (১) ধারা মোতাবেক মামলা দায়ের করে জব্দকৃত আলমতসহ তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।