শিক্ষা

এইচএসসি পরীক্ষা; ২৯ জুন থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

  সবুজ আলো ডেস্ক ৫ জুন ২০২৪ , ১০:০১:৩০

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে দেশের সব কোচিং সেন্টার ২৯শে জুন থেকে ১১ই আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০শে জুন থেকে শুরু হবে। গত ২রা এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০শে জুন শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ই আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১শে আগস্টের মধ্যে শেষ করতে হবে।