কৃষি

আটঘরিয়ায় নতুন জাতের ব্রি ধান-৯২ শতকে ৩৩ কেজি ফলন

  মাসুদ রানা ৩ মে ২০২৩ , ১১:০৮:২৪

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগের উদ্যোগে আটঘরিয়ায় ব্রি উদ্ভাবিত নতুন জাতের ধান ব্রি ধান-৮৯, ব্রি ধান- ৯২ ও  বঙ্গবন্ধু ধান-১০০ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এই তিন জাতের নতুন ধান চাষ করে ভালো ফলন পাওয়ার দাবি সংশ্লিষ্টদের। 

বুধবার (৩ মে) বিকেলে পাবনার আটঘরিয়া পৌরসভার উত্তরচক গ্রামের বোরোধান বীজ উৎপাদনকারি বঙ্গবন্ধু কৃষি স্বর্ণপদক প্রাপ্ত কৃষক আব্দুল খালেক এর খামারে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত উপপরিচালক নুর এ আলম, আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার বলেন, ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের ব্রি ধান-৯২ তুলনামুলক অনেক বেশি ফলন হয়।

তিনি আরও বলেন, ৩৩ শতকে এইসব ধানের ফলন হয়েছে প্রায় ২৭ মণ। অর্থাৎ শতকে প্রায় ৩৩ কেজি ধান পাওয়া গেছে।

এগুলো যদি ভালো পরিচর্যা করা যায় তাহলে আরো বেশি ফলন পাওয়া সম্ভব। পুরনো জাতগুলো বাদ দিয়ে নতুন জাতের ধান ব্রি ধান-৮৯, ব্রি ধান-৯২ এবং বঙ্গবন্ধু ধান-১০০ চাষ করতে শুরু করেছে স্থানীয় কৃষক।