কৃষি

সুজানগরে তিনদিন ব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  এম মনিরুজ্জামান, সুজানগর (পাবনা) : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৫৪:৩৩

পাবনার সুজানগরে তিনদিন ব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।  এর আগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম।

এ সময় উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, নার্সারি মালিক নুরুল ইসলাম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন ।

তিনদিন ব্যাপি মেলায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ২৬টি বিভিন্ন প্রকার প্রদর্শনী ও বিক্রয় স্টল রয়েছে।