আন্তর্জাতিক

এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

  সবুজ আলো ডেস্ক ৭ আগস্ট ২০২৩ , ২:৪০:০৫

ভারতের প্রধানবিরোধী দলের নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

‘মোদি’ নাম নিয়ে কটাক্ষের দায়ে মানহানির মামলায় শাস্তি স্থগিত করায় ভারতের লোকসভার এমপি পদ ফেরত পেয়েছেন প্রধানবিরোধী দলের নেতা রাহুল গান্ধী। ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া শাস্তি স্থগিতের রায়ের দুদিন পর সোমবার (৭ আগস্ট) এমপি পদ ফেরত পেলেন তিনি। খবর এনডিটিভির।

‘মোদি’ পদবি অবমাননা মামলায় গত শুক্রবার রাহুল গান্ধীর সাজা স্থগিত করে ভারতের সুপ্রিম কোর্ট। মানহানির মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত।

গত মার্চে রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছিল লোকসভা থেকে। চার মাস পর সেই পদ ফিরে পেলেন ওয়েনাড় থেকে নির্বাচিত সাংসদ রাহুল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মানহানির মামলায় সাজা স্থগিতের পর সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য (এমপি) পদে পুনর্বহাল হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

উল্লেখ্য, ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিপ্পনি কেটে রাহুল বলেছিলেন, ‘সব চোরের সাধারণ পদবি মোদি হয় কীভাবে?’ গুজরাট সরকারের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন।