আন্তর্জাতিক

চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ ভারতের চন্দ্রযান-৩

  নিউজ ডেস্ক ২৩ আগস্ট ২০২৩ , ১০:১৪:১৬

সংগৃহীত ছবি

চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। এর আগে কোনো দেশ সেখানে পৌঁছাতে পারেনি। এর মাধ্যমে চাঁদের দক্ষিণে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ল ভারত। তবে চাঁদে পৌঁছাতে পারা দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ।

বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। পরে ৬টা ৪মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩।

বিবিসির খবর অনুসারে, চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নেমেছিল। তবে অনাবিষ্কৃতই ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরু।

গন্তব্যে পৌঁছানোর পর ল্যান্ডার বিক্রমকে চাঁদ থেকে ৩০ কিলোমিটার ওপর নেওয়া হয়। তার সঙ্গে অবতরণ স্থলের দূরত্ব ছিল ৭৪৫ দশমিক ৫ কিলোমিটার। এ সময় ল্যান্ডারের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার।

ল্যান্ডারের অভ্যন্তরে রয়েছে ছয় চাকার রোভার, যেটি যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে। ফলে চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে ছবি ও তথ্য সংগ্রহ করতে সুবিধা হবে।

এদিকে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, চাঁদের অন্ধকার দিকে স্থায়ীভাবে ছায়ায় থাকা গর্তগুলি হিমায়িত জল ধরে রাখতে পারে।

চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে সফট ল্যান্ডিং করার জন্য খরচ হয়েছে মোট ৬.১ বিলিয়ন রুপি। এটি বিধ্বস্ত হওয়া রাশিয়ার লুনা-২৫ মহাকাশযানের ২০০ মিলিয়ন ডলারের অর্ধেকেরও কম। ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারতের পূর্ববর্তী চাঁদ ও মঙ্গল মিশনগুলিও অল্প খরচে পরিচালিত হয়েছিল

কেন ভারতের মঙ্গল মিশনে তার মার্কিন সমকক্ষের চেয়ে কম খরচ হয়েছে তা ব্যাখ্যা করে যুক্তরাজ্যের মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু কোটস বলেন, ভারত মঙ্গলযান নৌযানের পেলোড ১৫ কেজিতে সীমাবদ্ধ করেছে, যা সফল মিশনটিকে “ছোট” রেখেছে।

ইসরোর সিনিয়র বিজ্ঞানীরা আরও বলেন, ভারতের উৎক্ষেপণ খরচ এখনও কম হতে পারে কারণ দেশটি দক্ষিণ রাজ্য তামিলনাড়ুর কুলাসেকারাপট্টিনমে একটি নতুন মহাকাশবন্দর নির্মাণের পরিকল্পনা করছে।

এর আগে চন্দ্রযান-২ পাঠিয়েছিলো ভারত। কিন্তু সেবার সফলভাবে অবতরণ করা সম্ভব হয়নি। সেবার চাঁদে থুবরে পড়ে গিয়েছিলো চন্দ্রযানটি। তবে এবার আর সেই ভুল হয়নি। ফলে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অবতরণ করলো ভারত। তবে দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফল অবতরণকারী দেশ হিসেবে বিশ্বে ভারতই প্রথম। পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি।

চন্দ্রজয়ের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিম চন্দ্রযানকে শুভেচ্ছা জানিয়েছেন। নরেন্দ্র মোদি বলেন, তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর পরিশ্রম করেছেন। দেশের ১৪০ কোটি মানুষকে শুভেচ্ছা। অন্তরীক্ষে নতুন ভারতের উদয় হলো। আমি এখন দক্ষিণ আফ্রিকায় (ব্রিকস সম্মেলনে যোগ দিতে)। তবে দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও ওখানেই ছিল।