• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদ

      নিউজ ডেস্ক 21 April 2023 , 7:00:50

    ছবি : সংগৃহীত

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন করা হবে।

    বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে সৌদি আরবে ঈদ পালনের বিষয়টি নিশ্চিত হলে চাঁদপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়।

    এসব গ্রামে ৯১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন হচ্ছে। সৌদি আরবে চাঁদ দেখা ঘোষণার পরপরই এসব গ্রামে ঈদের আনন্দ বইছে।

    বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচারণা শুরুর পাশাপাশি ঈদের নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হয়।

    সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

    এ বিষয়ে সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানী গণমাধ্যমে বলেন, চাঁদ একটাই। শরীয়তের বিধান অনুযায়ী পৃথিবীর কোথাও চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করা হয়। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।

    তিনি বলেন, আমার বাবা পীর মাওলানা আল্লামা ইসহাক রহমতউল্লাহ ১৯২৮ সালে এ এলাকায় সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন শুরু করেন। বর্তমানে চাঁদপুর জেলার ৫টি উপজেলার প্রায় অর্ধশত গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এ রীতি অনুসরণ করছেন।

    শুক্রবার (২১ এপ্রিল) ঈদ উদযাপিত হওয়া চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম।