পাবনা

চাটমোহরে অগ্নিকান্ডে পুড়লো মুদি দোকানীর বসতবাড়ি

  সবুজ আলো ডেস্ক ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:১৫:০৩

ছবিগুলো অগ্নিকান্ডের প্রথম পর্যায়ের। ভিডিও থেকে সংগৃহীত।

পাবনার চাটমোহরে এক মুদী দোকানীর বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভাধীন আফ্রাতপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে মুদী দোকানী আসাদুল ইসলামের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুুহুর্তেই ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে। আগুনে বসতবাড়ির ৩টি ঘর (একটি আধাপাকা টিনশেড আর বাকি ঘরগুলো টিনের), ঘরে থাকা ২টি ফ্রিজ, ৩টি টেলিভিশন, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, এক ঘর খামার হিসেবে ব্যবহার করা হচ্ছিল সেখানে ৩শ’ ব্রয়লার মুরগি সবকিছুই পুড়ে গেছে। আনুমানিক ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের এক সদস্য। প্রথমে এলাকাবাসির চেষ্টা, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস চাটমোহরের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম গণমাধ্যমে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে।