• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে ‘ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ ১২ মে শুরু

      নিউজ ডেস্ক 5 May 2023 , 11:09:04

    পাবনার চাটমোহরে মিশুক ক্রীড়া চক্রের আয়োজনে ‘ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হবে আগামী ১২ মে।

    এ উপলক্ষে শুক্রবার (৫ মে) সন্ধ্যায় মিশুক ক্রীড়া চক্র সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

    মিশুক ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মিশুক ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আশরাফুল আলম কাজল।

    লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১২ মে চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (বালুচর খেলার মাঠ) এ টুর্নামেন্ট শুরু হবে।৮টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ৮টি দল হলো- রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমী, পাবনার টেবুনিয়ার বাড়ইপাড়া নবদূত স্পোর্টিং ক্লাব (বিএনএসসি), পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব, ঈশ্বরদী ক্রিকেট ক্লাব, শাহজাদপুরের আব্দুর রহমান (এমসিএ) স্মৃতি ক্রিকেট একাদশ ও চুয়াডাঙ্গার সিটি বয়েজ ক্রিকেট ক্লাব।

    ক্রিকেট টুর্নামেন্টটি উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট।

    সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু, রকিবুর রহমান টুকুন, প্রসেনজিৎ কুন্ডু, সৌমিত্র কর্মকার, সৌমেন সরকার, মতিন আহমেদ বাবু, মাহাতাব এলাহী রত্ন, মোহন আলী, তাইজুল ইসলাম, আদর খানসহ প্রমুখ।