Uncategorized

চাটমোহরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা

  সবুজ আলো প্রতিবেদক 14 March 2023 , 1:45:22

ছবি : শুভাশীষ ভট্টাচার্য্য তুষার

পাবনার চাটমোহরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী এস. এম. মোজাহারুল হক, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী, ডিবিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান শামীম হোসাইন, বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন, নিমাইচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি প্রমূখ।

উক্ত সভায় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন বিষয়ে আলোচনা হয়।