চাটমোহরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; মোটরসাইকেল চালক নিহত
সবুজ আলো ডেস্ক
17 March 2024 , 9:27:16
প্রতীকী ছবি
পাবনার চাটমোহরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শামসুল আলম (৬০) নামের এক ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
আজ রোববার (১৭ মার্চ ) বিকেল ৪ টার দিকে চাটমোহর-পাবনা সড়কের ভাদড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের হানেফ আলীর ছেলে ও মথুরাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, শামসুল আলম মোটরসাইকেল নিয়ে চাটমোহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় শামসুল আলম। তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়াওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সেলিম রেজা সংবাদমাধ্যমকে জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।