• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু 

      সবুজ আলো ডেস্ক 8 April 2023 , 7:00:14

    চাটমোহরে ব্যাটারিচালিত অটোভ্যান থেকে পড়ে আলিফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাঁসুপুর এলাকায় শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।

    আলিফ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আঃ হাকিম এর ছেলে।

    জানা গেছে, আলিফ তার মায়ের সাথে নানা আঃ হালিম এর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল। ঘটনার দিন বিকেল বেলা বাড়ির পাশে অটো ভ্যানের ওপর আলিফ ও তার বড় ভাই সুমন (৯) খেলতেছিল। একপর্যায় অসাবধানতাবসত: আলিফ অটোরিকশা থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। আত্মীয়স্বজন তাকে চিকিৎসার জন্যে ডাক্তারের নিকট নেওয়ার পথে শিশুটি মারা যায়।