• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

      নিউজ ডেস্ক 12 December 2023 , 2:31:04

    মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাটমোহর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন।

    পাবনার চাটমোহর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফিরোজা পারভীন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস.এম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে.এম বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, ভোরের দর্পন চাটমোহর প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক কালবেলা চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রনজু, অনলাইন স্বাধীন খবর এর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ২৭ নভেম্বর পদত্যাগ করেন। ২৮ নভেম্বর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফিরোজা পারভীন সকলের সহযোগিতা কামনা করেছেন।