Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
চাটমোহরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক পুত্র গুরুতর আহত
সবুজ আলো ডেস্ক
10 November 2023 , 10:01:43
আবির হাসান। ছবি : সংগৃহীত
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুত্র আবির হাসান (১৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আবিরকে বর্তমানে রাজশাহীর পপুলার হাসপাতালে সিডিএম এ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের গুনাইগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবির দৈনিক সমকাল পত্রিকার চাটমোহর প্রতিনিধি ও পৌর শহরের মধ্যশালিখা মহল্লার বাসিন্দা শামীম হাসান মিলনের ছেলে এবং চাটমোহর অরবিটল লিংক স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, এদিন আবির পিতার মোটরসাইকেল নিয়ে চাটমোহর থেকে ভাঙ্গুড়া দিকে যাবার সময় উপজেলার গুনাইগাছা এলাকায় একটি ইটবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আবির গুরুতর আহত হন। প্রথমে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ সংবাদ লেখা পর্যন্ত আবির রাজশাহীর পপুলার হাসপাতালে সিডিএম এ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন।