• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ডাঃ শাহিন ফেরদৌসকে বিদায় সংবর্ধনা

      সবুজ আলো প্রতিবেদক 25 January 2023 , 9:14:38

    পাবনা জেনারেল হাসপাতালের বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. শাহিন ফেরদৌস শানুকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে হাসপাতালের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ ওমর ফারুক মীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শাফিকুল হাসান।

    ডাঃ শিউলি রানি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সহকারী পরিচালক ডাঃ মুঞ্জুরা রহমান,জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আকসাদ আল আসুর আনন, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ জাহেদি হাসান রুমি প্রমুখ।

    বক্তারা, ডাঃ শানুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং তার সার্বিক মঙ্গল কামনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন, ডাঃ নিতিশ কুমার, ডাঃ গোউতম কুমার,ডাঃ মাহবুবুল ইসলাম পারভেজ, ডাঃ রায়হানুর রহমান, ডাঃ আমিনুর রশিদ আকন্দ, ডাঃ সালেহ মোহাম্মদ আলি, ডাঃ বিপ্লব কুমার সাহা, ডাঃ শাহরিয়ার কবির, ডাঃ মোঃ জাকারিয়া, ডাঃ মনিরুজ্জামান ও ডাঃ সায়েমুল ইসলাম।