• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    তাড়াশে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে প্রেমিকার অনশন

      তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 8 May 2023 , 6:25:17

    সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে দুইদিন যাবত অনশন করছেন দুই সন্তানের জননী।

    সোমবার (৮ মে) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মৃত সোবহান আলীর ছেলে পরকীয়া প্রেমিক নান্টু আহমেদ (৩৫) এর বাড়িতে বিয়ের দাবীতে অনশন করেছেন।

    স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন জানান, ‘ঘরগ্রামের নান্টুর বাড়িতে কয়েকমাস যাবত একই গ্রামের মৃত শাহাজান আলীর স্ত্রী ২ সন্তানের জননী শিল্পী খাতুন (৪২) ধান শুকানো সহ বাড়ির বিভিন্ন কাজ করেন। ইতোমধ্যে বাড়ির মালিক ৩ সন্তানের জনক নান্টুর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে গত রোববার থেকে ওই নারী তার বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেছেন। গ্রামের লোকজন বিষয়টি মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।’

    পরকীয়া প্রেমিকা শিল্পী খাতুন জানান, ‘বেশ কিছুদিন ধরে নান্টুর বাড়িতে কাজের সুবাধে আমাদের দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিভিন্ন সময় নান্টু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে শারীরিক সর্ম্পক করেন। এর মধ্যে নান্টুকে বিয়ের জন্য বলা হলে সে আমাকে বিয়ে না করে নানান ধরনের টালবাহানা শুরু করে। তাই কোন উপায় না পেয়ে তার বাড়িতে এসে উঠেছি বিয়ের দাবীতে।’

    মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, ‘জরুরী কাজে এলাকার বাহিরের ছিলাম। পরে খবর পেয়ে ওই বাড়িতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে মিমাংসার জন্য গ্রামের প্রধানদের বলা হয়েছে।’