• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    তাড়াশে ১৩ বছর পর একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 6 April 2023 , 6:01:08

    সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতি, অপহরণসহ একাধিক মামলার পলাতক আসামি সোলেমান ওরফে সোরমান আলীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (৫ এপ্রিল) রাতে নাটোর জেলার গুরুদাসপুর এলাকা থেকে সোলেমান আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোলেমান ওরফে সোরমান আলী তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামের জরিপ প্রামানিকের ছেলে।

    অপরদিকে, উপজেলা পৌর সদরের মঙ্গলবাড়িয়া বাজার থেকে পলাতক আসামী শাহাদত আলীকে গ্রেফতার করা হয়েছে। সে সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া গ্রামের এছের আলীর ছেলে।

    তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সোলেমান ওরফে সোরমান আলীর বিরুদ্ধে সাভার, জামালপুর, টাঙ্গাইল, নাটোর ও সিরাজগঞ্জে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি দীর্ঘ ১৩ বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

    তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, গ্রেফতারের পর আসামীদের বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।