Uncategorized

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ৮ মার্চ ২০২৪ , ৯:৩২:১৪

‘সর্বজন শিক্ষা চাই, ধর্মীয় বৈষম্যের অবসান চাই’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ পাবনার আটঘরিয়া উপজেলা শাখার প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বিজয় সেনকে সভাপতি, প্রান্ত কর্মকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ আটঘরিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত সম্মেলন উদ্বোধন করেন পাবনা জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে এবং উত্তর চক কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন চক্রবর্তী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসীম রায়।

সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র  ঐক্য পরিষদ  আটঘরিয়া উপজেলা শাখার আহবায়ক বিজন সেন।

সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার সুব্রত সরকার।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক প্রলয় চাকি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি  ও কাউন্সিল নিরোদ কর্মকর্তার নিরু,, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটঘরিসয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব সেন,

সাংগঠনিক সম্পাদক অপু সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি শুভ কুমার দাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শ্রী সুনীল মাস্টার। সঞ্চালনায় ছিলেন শ্রী গোপন চন্দ্র সেন।