দেশজুড়ে

তাড়াশ পৌরসভা নির্বাচন : আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী এক ডজন নেতা

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) : ৩ জুন ২০২৩ , ৩:০৪:২৮

সিরাজগঞ্জের তাড়াশে নবগঠিত পৌরসভার প্রথমবারের মত আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে নির্বাচনকে ঘিরে কে হবেন প্রথম পৌর পিতা এ নিয়ে চলছে ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপণা। এরই মধ্যে আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের এক ডজন নেতা।

দলীয় সুত্রে জানা যায়, ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত আওয়ামী লীগ ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ চলবে। পরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে চূড়ান্ত হবে নৌকা প্রতিকের প্রার্থী।

তাড়াশ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা বাবুল শেখ, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সামসুল ইসলাম মির্জা,তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার জানান, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। মনোনয়ন চাইবে অনেকেই। কিন্ত এ বিষয়ে দলীয় মনোনয়ন যিনি পাবেন তার জন্য দলের নেতাকর্মীরা কাজ করবেন। এছাড়া বিকালে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আমি ও দলের সাধারন সম্পাদক মিটিং করবো। পরে বিস্তারিত বলতে পারবো।

তাড়াশ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তফসিল অনুসারে নবগঠিত তাড়াশ পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫জুন। ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গ-শ্রেনীর তাড়াশ পৌরসভা ২০১৭ সালে ৩১ শে ডিসেম্বর গঠিত হয়। পৌরসভার আয়তন ২৭.৫৩ বর্গ কিলোমিটার। এছাড়া ৯টি ওয়ার্ডের ভোটার সংখ্যা : ১৬,৭১৬জন। এরমধ্যে নারী ভোটার রয়েছেন ৮হাজার ৫৬০জন ও পুরুষ ভোটার ৮হাজার ১৫৬জন।