Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
তাড়াশে নছিমনের ধাক্কায় কৃষি শ্রমিক নিহত
সবুজ আলো ডেস্ক
13 December 2023 , 9:06:49
সিরাজগঞ্জের তাড়াশে ধানের বোঝা নিয়ে রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় শফিকুল ইসলাম (৪২) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার নিমগাছী রাস্তার ধাপের ব্রীজের পাশে এঘটনা ঘটে। নিহত শফিকুল মাধাইনগর ইউনিয়নের উত্তরমথুরাপুর (ধাপ) গ্রামের মৃত কোরপ মন্ডলের ছেলে।
জানা গেছে, আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে শফিকুল ইসলাম সঙ্গীদের সাথে জমিতে ধান কেটে বোঝা বেঁধে মাথায় করে রওয়ানা হয়। এসময় তিনি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী নছিমন তাকে ধাক্কা দিলে পাকা রাস্তার উপর পড়ে যায় শফিকুল।
এসময় তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।