পাবনা

দাদার শখ পূরণে হেলিকপ্টারে চড়ে আসলো বউ

  সবুজ আলো অনলাইন ১৩ জানুয়ারি ২০২৩ , ৮:৪৯:১৮

পাবনার সুজানগরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে কৃষক বৃদ্ধ দাদার শখ পূরণ করলেন প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু। শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার চরসুজানগর গ্রাম থেকে গিয়ে ঢাকায় তিনি বিয়ে করেন।

বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু উপজেলার চরসুজানগর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। আর কনে মোছা.জিম খাতুন ঢাকার মিরপুর নূরানী মাদ্রাসার অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এবং আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গি এলাকার টুটুল শেখের মেয়ে।

বরের চাচা হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, বরের বৃদ্ধ কৃষক দাদা মো.জবানী সরদারের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে চড়ে কনে কে সাথে নিয়ে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামেন বর আর বরযাত্রীরা যাতায়াত করেন মাইক্রোবাসে ।

বিয়ের বরযাত্রী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব গণমাধ্যমকে জানান, চরাঞ্চলের বাসিন্দা হয়েও বৃদ্ধ কৃষক দাদার শখ পূরণ করতে হেলিকপ্টারে বিয়ের এ ঘটনা এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা চরসুজানগর এলাকাতে এটিই প্রথম।

হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু গণমাধ্যমকে জানান, বিয়ে জীবনে একবারই হয়। এছাড়া দাদার শখ আর তার স্বপ্ন পূরণ বলে কথা। তাই ঢাকা থেকে প্রায় ১ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করি।