• Uncategorized

    দাম কমল গ্যাস সিলিন্ডারে

      নিউজ ডেস্ক 2 March 2023 , 7:29:14

    ছবি : সংগৃহীত

    দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৭৬ টাকা  কমানো হয়েছে। তরল প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

     

    বৃহস্পতিবার (০২ মার্চ) বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।

     

    বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।

     

    সর্বশেষ ২ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর এক মাস পরই সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমালো বিইআরসি।

     

    নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৬৫২ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৪৮২ টাকা, ১৫ কেজির সিলিন্ডার এক ৭৭৮ টাকা, ১৬ কেজির সিলিন্ডার এক হাজার ৮৯৭ টাকা হয়েছে।

     

    এছাড়াও ১৮ কেজির সিলিন্ডার দুই হাজার ১৩৪ টাকা, ২০ কেজির সিলিন্ডার দুই হাজার ৩৭১ টাকা, ২২ কেজির সিলিন্ডার দুই হাজার ৬০৮ টাকা, ২৫ কেজির সিলিন্ডার দুই হাজার ৯৬৪ টাকায় বিক্রি হবে।

     

    এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি ইউনিট অটোগ্যাস ৬৯ টাকা ৭১ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

     

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চে সৌদি আরামকো ঘোষিত প্রতিটন প্রোপেন ৭২০ ডলার ও বিউটেন ৭২০ ডলার হিসাবে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রণের মূল্য দাঁড়ায় ৭৩৩ ডলার। তাতে প্রতিকেজি এলপিজির খুচরা মূল্য দাঁড়ায় ১১৮ টাকা ৫৪ পয়সা।