জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

  সবুজ আলো ডেস্ক ৩০ জানুয়ারি ২০২৪ , ৯:২৮:১৪

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো । মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানী শেরে বাংলানগরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

তাদের শপথ শেষে বিকাল সাড়ে ৪ টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত দুই সংসদের মতো এবারও বিরোধী দল থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি আওয়ামী লীগ নেতা হলেও বিরোধী ভূমিকায় দেখা যাবে নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে। এদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের পদধারী নেতা।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পায় ২২৩টি আসন। এছাড়া জাতীয় পার্টি পায় ১১টি, স্বতন্ত্ররা জয় পায় ৬২টি এবং অন্যান্য দল পায় ৩টি আসন।