Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
নাটোর রাজবাড়ি চত্বরে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে শিশু নিহত
সবুজ আলো ডেস্ক
8 March 2024 , 9:23:26
প্রতীকী ছবি
নাটোরের রানী ভাবনীর রাজবাড়ি চত্বরে বয়েরা গাছের ডাল ভেঙ্গে পড়ে রাজু নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ শুক্রবার (৮ মার্চ ) দুপুর ১২ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়িতে বেড়াতে গিয়েছিল। সে শহরের বলারি পাড়া এলাকার জনৈক রাজেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়ি চত্বরের উন্মুক্ত মঞ্চ এলাকায় ঘোরাঘুরি করছিল। মুক্ত মঞ্চ এলাকার ৪ নং স্পটে বিভিন্ন খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বয়েরা গাছের ডাল ভেঙ্গে রাজুর মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেয়ার পথে শিশুটি মারা যায়।