• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    নারী থেকে পুরুষে রূপান্তরিত তমা সরকার

      সবুজ আলো ডেস্ক 18 January 2024 , 10:29:13

    সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। বিষয়‌টি এলাকায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে।

    তমা ওই গ্রামের শ্রী সুধান্ন সরকারের মেয়ে ও রাজশাহী মহানগরের আলহাজ সুজা-উদ দৌলা সরকারি কলেজের একাদশ শ্রে‌ণির শিক্ষার্থী।

    তমা’র বাবা সুধান্ন সরকার বলেন, ২০২৩ সালের দুর্গাপূজার আগে তমার শরীরে প‌রিবর্তন ঘটে। লজ্জায় সে আমাদের কাউকে কিছু বলেনি। তবে তার এক ঘ‌নিষ্ঠ বান্ধ‌বীর কাছে সব‌কিছু খুলে বলে। পরে তার বান্ধবী আমাদের জানালে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ চি‌কিৎ‌সকের পরাম‌র্শে পরীক্ষা-নি‌রীক্ষা করে জানতে পা‌রি তার শা‌রীরিক প‌রিবর্তন হ‌য়ে‌ছে।

    তমা বলেন, আ‌মি এখন পুরোপু‌রিভাবে পুরুষে রূপান্ত‌রিত হয়েছি।

    তমার মা বলেন, আমার একটা মেয়ে একটা ছেলে ছিল। মেয়েটা বড় ছিল। ভগবান তাকেও ছেলে করে দিয়েছেন।

    এ প্রসঙ্গে তমার চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান বলেন, হরমন পরিবর্তনের কারণে এ রকম শারীরিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।