Uncategorized

পাবনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ; নিহত ২

  নিউজ ডেস্ক 7 September 2023 , 3:05:47

দুর্ঘটনা কবলিত বাস

পাবনা-ঈশ্বরদী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চাটমোহর সরকারি আর সিএনএন্ডবিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজনুর রহমানের (উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের) ছেলে রুবায়েত হাসান নোমান (২২) ও সুজানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১)।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বি নামক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।