• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনার এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির উপহারের দুটি বাস পেলেন

      নিউজ ডেস্ক 3 January 2024 , 9:29:26

    ছবি : সংগৃহীত

    পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপহার হিসেবে দুটি বাস প্রদান করেছেন।  আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির পুত্র মোঃ আরশাদ আদনান রনি। এক অনুষ্ঠানের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে বাস দুটি হস্তান্তর করেন তিনি।

    এ উপলক্ষে দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে বাস হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহাবুব সরফরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

    এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুব হাসানসহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পরে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বাসের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতি কলেজ অধ্যক্ষ মহামান্য রাষ্ট্রপতির এই শুভেচ্ছা উপহার দেয়াতে তাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সকল শিক্ষক ও অতিথিদের নিয়ে ফিতা কেটে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    ভারতের টাটা কোম্পানির ৩৭ আসনের আধুনিক এই দুটি বাস পেয়ে বেশ খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। মহামান্য রাষ্ট্রপতি স্বাধীনতা পুর্ববর্তি সময়ে এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার আলোকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনি এই বাস দুটি উপহার দিয়েছেন বলেও জানান সংশ্লিষ্টরা।