Uncategorized

পাবনার ৫টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীদের জয়

  সবুজ আলো ডেস্ক 8 January 2024 , 12:04:06

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে একটি নতুন মুখ আর ৪টিতে পুরোনো মুখ জয় লাভ করেছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন মু. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা–১ আসনে মোট ১২৫টি কেন্দ্রের ফলাফল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছেন ৯৪ হাজার ৩১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৭২ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। ২১ হাজার ৯২৭ ভোটে বেসরকারিভাবে বেসরকারি ফলাফলে অ্যাডভোকেট শামসুল হক টুকু জয়লাভ করেছেন।

পাবনা-২ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন। ১০৮টি কেন্দ্রের মোট ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএমের নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট।

পাবনা-৩ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী মোঃ মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। মোট ১৭৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মোঃ আব্দুল হামিদ পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট। বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী মকবুল হোসেন বিজয়ী। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মীর নাসিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ৭৩২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের আজিজুল হক পেয়েছেন ২৫১ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ বেল্লাল মোল্লা আম প্রতীকে পেয়েছেন ৪৩০ ভোট, গণতন্ত্রী পার্টির মোঃ খায়রুল আলম কবুতর প্রতীকে পেয়েছেন ২৭৪ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবুল বাশার শেখ মশাল প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট এবং  বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী একতারা প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট।

পাবনা-৪ আসনে মোট ১২৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট। বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ১ লাখ ৫২ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীকের জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের আব্দুল কাদের খান কদর পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির আফজাল হোসেন বটু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট এবং ন্যাশনাল পিপল্স পার্টির মোহাম্মদ আবু দাউদ আম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৫৪ ভোট।

উল্লেখ্য, পাবনা-১ আসনের নৌকার প্রার্থী শামসুল হক টুকু ৪র্থ বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা-২ আসনের নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির ২য় বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা-৩ আসনের মকবুল হোসেনও ৪র্থ বার, পাবনা-৪ আসনের নৌকা প্রতীকের গালিবুর রহমান শরীফ ১ম বার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ৪র্থ বারের মত নির্বাচিত হয়েছেন।