Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
পাবনায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং; শাকিব খানকে দেখতে ভক্তদের ঢল
সবুজ আলো ডেস্ক
21 December 2023 , 10:03:31
পাবনায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং এ ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।আর এই সুযোগে শাকিব খানকে একনজর দেখতে শুটিংস্পটে সিনেপ্রেমীদের ঢল নেমেছে।
শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে এমনটাই দেখা গেল।
‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন শাকিব। এতে দেখা যায়, মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। শুটিংস্পটে হাজারো জনতা। নায়ককে কাছ থেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। মোবাইল ফোনের ক্যামেরায় শাকিবের ছবি তুলতে চেষ্টা করছেন কেউ কেউ। এদিকে বাঁশি ফুঁকে জনতাকে দূরে সরিয়ে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘আমাকে ভালবাসায় রাখুন।’
এর আগে, ঢাকার শুটিং পর্ব শেষে গত ১৮ ডিসেম্বর পাবনায় শুটিং শুরু করেন শাকিব খান। সেখানে চলছে সিনেমার দ্বিতীয় লটের কাজ।
জানা যায়, পাবনায় প্রায় ৯ দিন চলবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এরপর শাকিবের গন্তব্য আমেরিকা। সেখানে হবে এই সিনেমার বাকি অংশের কাজ। সেখান থেকে ভারতে আসার কথা রয়েছে পুরো ইউনিটের। সেখানেও ধারণ করা হবে কিছু দৃশ্য।
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। রাজকুমার ছবিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি।
আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ।