• Uncategorized

    পাবনা জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

      ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : 13 August 2023 , 6:55:37

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচিত পালন করা হয়েছে। আজ রবিবার দুপুরে হাসপাতাল চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোঃ রফিকুল হাসান। এসময় হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রকার ঔষধি গাছ রোপণ হয়।

    এর আগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে হাসপাতাল সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: শাফিকুল হাসান,সাধারণ সম্পাদক ডা: মো: সিরাজুল ইসলাম,জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদি হাসান রুমি,জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন,ডা: আমিনুর রশিদ আকন্দ,ডা: সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী,ডা: সাইমুল ইসলাম, ডা: মো: জাকারিয়া খান মানিক প্রমুখ।

    অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা: মো: জাহিদুল ইসলাম।