পাবনা

পাবনা সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

  সবুজ আলো প্রতিবেদক ১৩ জুন ২০২৩ , ১০:১৬:৫১

২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতালে বৈকালিক (দ্বিতীয় পর্যায়) স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এর উদ্বোধন করেন, সহকারী পরিচালক ডা: মো: ওমর ফারুক মীর। পরে হাসপাতাল সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা: মো: ওমর ফারুক মীর।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পাবনা জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদি হাসান রুমি,জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন, সিনিয়র কনসাল্টেন্ট (সার্জারি) ডা: গৌতম ঘোষ, শিশু বিশেষজ্ঞ ডা: নিতীশ কুমার কুন্ডু, গাইনি বিশেষজ্ঞ ডা: সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী, জুনিয়র কনসাল্টেন্ট (সার্জারি) ডা: কুতুব উদ্দিন আওয়াল, জুনিয়র কনসাল্টেন্ট (কার্ডিওলজি) ডা: শাহরিয়ার কবির, নিউরোলজিস্ট ডা: আইনুল হক, ডা: কামরুজ্জামান নয়ন, ডা: নাজমুল হক, ডা: জাকারিয়া খান মানিক প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পযন্ত বৈকালিক স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।বৈকালিক স্বাস্থ্য সেবায় অধ্যাপক ৫০০ টাকা, সহযোগী অধ্যাপক/ সিনিয়র কন্সাল্টেন্ট ফি ৪০০ টাকা, সহকারী অধ্যাপক/ জুনিয়র কন্সাল্টেন্ট ফি ৩০০ টাকা এবং মেডিকেল অফিসারের ফি ২০০ টাকা।