পাবনা-৪ আসনের সাবেক সাংসদ মঞ্জুর বিশ্বাস আর নেই
সবুজ আলো ডেস্ক
20 July 2023 , 3:25:56
পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর তার মরদেহ ঈশ্বরদীতে আনা হবে। মরহুমের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে বাদ আসর জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
৮০’র দশকে জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর রহমান। ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন তিনি।
এছাড়া পাবনা-৪ আসনের পাঁচবারের সংসদ সদস্য ভাষাসৈনিক, বীর-মুক্তিযোদ্ধা প্রয়াত শামসুর রহমান ডিলুর রাজনৈতিক কর্মকাণ্ডের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিলেন।