• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

      সবুজ আলো প্রতিবেদক 3 January 2023 , 8:34:28

    পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ দিবস উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    রোববার (১জানুয়ারি) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ দিবসে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান, অভিভাবক ও কমিটির সদস্য মোঃ নাজমুল হক রঞ্জু, মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ প্রাং, মোঃ ইউছুব আলী প্রাং প্রমুখ।

    শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় মানুষের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ আর আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।

    শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।