পাবনা

প্রতিবেশীর সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজের মরদেহ

  সবুজ আলো ডেস্ক ১০ আগস্ট ২০২৩ , ৯:৪৪:৫৯

নিহত কুদ্দুস প্রামাণিক

প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে নিখোঁজের দুইদিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী কুদ্দুস প্রামাণিক দড়ি শ্রীকোল গ্রামের শিহাব উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর থেকে কুদ্দুস প্রামাণিকের কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পেয়ে বুধবার (৯ আগস্ট) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বৃহস্পতিবার সকালে খালের পাশে প্রতিবেশী খায়রুলের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, “পাশের স্বরুপপুর গ্রামের এক ব্যক্তির সঙ্গে বাবার একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই ব্যক্তি বাবাকে বিভিন্ন সময় হুমকি দেন।আমি নিশ্চিত সেই বাবাকে হত্যা করে খায়রুল মিস্ত্রীর বাড়ির বাথরুমের ভেতর গুম করেছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।”

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’