পাবনা

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

  আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা) : ৯ জুন ২০২৪ , ৯:৪৫:২০

পাবনার ফরিদপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৯ জুন) প্রধানমন্ত্রীর প্রাণ তহবিল থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে চেক ও টিনগুলো বিতরণ করা হয়।

পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩১ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান দেওয়া হয়। প্রতিটি পরিবার তিন হাজার টাকার চেক ও এক বান্ডিল টিন পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শিরিন সুলতানা, এসিল্যান্ড (ভূমি) মোছা: মুশিদা খাতুন, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, পুঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ সহ অনেকে।